এবার বরিশাল মেডিকেল সভাপতিসহ শিবিরের ৫ নেতার পদত্যাগ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতিসহ পাঁচ নেতা পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পত্রিকা অফিসে পৌঁছে দেন কলেজ শাখা শিবিরের সভাপতি আবদুল ওয়াদুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় কোন্দল এবং ইসলামের আলোকে দলের দর্শন সঠিক নয় মনে করে কলেজ শিবিরের সভাপতি আবদুল ওয়াদুদ (শেষ বর্ষ) একই বর্ষের ছাত্র ও দলের সাথি আব্দুল্লাহ আল মামুন, হাসান মাহমুদ, গোলাম রসুল এবং রিজওয়ানউল্লাহ মাহদি একযোগে পদত্যাগ করেন। তাঁদের পদত্যাগপত্র মহানগর সভাপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
পদত্যাগের কারণ জানতে চাইলে আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ‘প্রথমে যখন এই ছাত্রসংগঠনের সদস্য হই তখন এর আদর্শ ইসলাম অনুযায়ী সঠিক মনে হলেও দীর্ঘদিন ইসলামি পড়াশোনা ও জ্ঞানের আলোকে এই সংগঠনের মূল দর্শন আমার কাছে সঠিক নয় বলে মনে হয়েছে। ইসলামের সঙ্গে অনেক কিছুরই আমি মিল খুঁজে পাইনি। তাই সচেতনভাবেই ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছি।’ দলীয় কোন্দলের কারণে এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে শিবিরের ২৬ জন কেন্দ্রীয় নেতা একযোগে পদত্যাগ করেন।