http://www.rtnn.net/details.php?id=22073&p=1&s=5 ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট)-- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. আব্দুল্লাহ-আল মামুনসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২৫ নেতা পদত্যাগ করেছেন।কেন্দ্রীয় এসব নেতাদের পদত্যাগের সূত্র ধরে সারাদেশে শিবিরের সর্বোচ্চ পদ'সদস্য'দের অনেকেই পদত্যাগ করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।
একান্তই ব্যক্তিগত কারণে এ পদত্যাগ জানিয়ে আব্দুল্লাহ-আল মামুন সাংবাদিকদের জানান, 'আমি আগেই পদত্যাগ করেছি। গত পরশু (শনিবার) আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।' তিনি বলেন, 'অন্যরা (বাকি ২৪ জন) আজ (সোমবার ) পদত্যাগ পত্র জমা দিয়েছে বলে শুনেছি।’
পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরেই এ গণপদত্যাগের ঘটনা ঘটেছে। এমনিতেই গত ১৮ জানুয়ারি শিবিরের ৩৩তম কেন্দ্রীয় সদস্য সম্মেলনের পরই সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছিল শিবির নেতা-কর্মীরা। উপরন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনার পর দেশব্যাপী জামায়াত-শিবিরের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হওয়ায় পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে।
পদত্যাগী নেতাদের মধ্যে বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- অর্থ সম্পাদক আব্দুল জব্বার খান, অফিস সম্পাদক আহমেদ জাহেদুল আনোয়ার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ মো. ফয়লাম বিন রহমান, বিতর্ক বিষয়ক সম্পাদক আহমেদ শিহাবুল্লাহ, প্রচার সম্পাদক গোলাম মাওলা শিমুল, ঢাকা মহানগর (পূর্ব) সভাপতি মইন উদ্দিন, ঢাকা মহানগর (পশ্চিম) সভাপতি মাকসুদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মহানগর (উত্তর) সভাপতি মোহাম্মদ কলিমুল্লাহ ও কার্যকরি পরিষদ সদস্য ডা. শহীদুল্লাহ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আনিসুর রহমান।
জানা গেছে, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন করা হচ্ছে। আজকের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করতে জামায়াত নেতারাসহ শিবিরের কেন্দ্রীয় নেতারা বৈঠক চালিয়ে যাচ্ছেন। তবে, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ি 'সদস্য'দের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচনের যে বাধ্যবাধকতা রয়েছে তাতে পুনর্গঠন প্রক্রিয়া বেশ কঠিন হয়ে পড়বে বলে অনেকেই জানিয়েছেন।