ছাত্র নন ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দিন মানিক। সোমবার বিকেলে শীর্ষ নিউজ ডটকমের সঙ্গে এক সংক্ষিপ্ত আলাপে তিনি নিজেই স্বীকার করেছেন একথা। পরে সংগঠনের প্রচার সম্পাদকও বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কর্মপরিষদে কোন অছাত্র থাকতে পারবে না। এ পরিস্থিতিতে তিনি দ্রুত কোন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয়ে ছাত্রত্ব জাহির করতে চাইছেন বলে জানা গেছে।
সোমবার রাজধানীর বড় মগবাজারের আল ফালাহ মিলনায়তন অনুষ্ঠিত শিবিরের শাখা দায়িত্বশীলদের সমাবেশ শেষে এই অছাত্র শিবির নেতার সঙ্গে আলাপ হয় শীর্ষ নিউজ ডটকমের। মানিক জানান, তিনি রাজধানীর মিরপুরের সরকারি হোমিও মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। এরপর বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। কবে নাগাদ এমবিএ পড়া শেষ করেছেন জানতে চাইলে এড়িয়ে যান তিনি। তবে অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমি কোনো চাকরি করি না। ইবনে সিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, সমপ্রতি সেইভ শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, ইবনে সিনায় চাকরি করতেন ডা. ফখরুদ্দিন মানিক।
শিবির সেক্রেটারির কাছে তার সম্পর্কে আরো জানতে চাওয়া হলে তিনি তার মুখপাত্র হিসেবে সংগঠনের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারকে দেখিয়ে দেন। তার কাছ থেকেই সব কিছু জানার অনুরোধ করেন তিনি।
পরে আতাউর জানান, সমপ্রতি এমবিএর ফলাফল হাতে পেয়েছেন শিবির সেক্রেটারি। শিগগির তিনি উচ্চতর ডিগ্রি লাভের জন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভর্তি হবেন। তবে বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে তার ছাত্রত্ব নেই।
এদিকে শিবিরের সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ নিউজ ডটকমকে জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদের কেউ অছাত্র হতে পারবে না। শিবিরের বর্তমান সেক্রেটারি প্রসঙ্গে তিনি বলেন, নেতৃত্বে থাকতে হলে তাকে দ্রুত কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ছাত্রত্ব ফেরাতে হবে।