সেভ শিবিরের পর এবার এক্স শিবিরের ব্যানারে ইসলামী ছাত্র শিবিরের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় সেভ শিবিরের স্টাইলেই ইংরেজি অক্ষরে বাংলা ভাষায় লেখা একটি বিবৃতি পাঠায় তারা। রাজধানীতে কর্মরত কয়েক শ সাংবাদিককে ই-বার্তার মাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। এ বিবৃতিদাতারা নিজেদের শিবিরের প্রাক্তন সদস্য, সাথী ও কর্মী বলে দাবি করেছেন।
বিবৃতিতে তারা বলেন, শিবিরের বর্তমান দুরবস্থার জন্য জামায়াত দায়ী। শিবিরের পুরনো গৌরব ফিরিয়ে আনতে জামায়াতের হস্তক্ষ...েপ বন্ধের পাশাপাশি বর্তমান সভাপতিসহ পুরো পরিষদের পদত্যাগ দাবি করেন তারা। সেই সাথে তারা নতুন করে শিবিরের কার্যকরী পরিষদ নির্বাচনের দাবিও তোলেন।
এক্স শিবিরের বিবৃতিতে বলা হয়, তারা এসব বিষয় নিয়ে জামায়াত ও শিবিরের শীর্ষ নেতাদের সাথে একাধিকবার আলাপ করে কোন ফল না পেয়ে এ বিবৃতি পাঠাতে বাধ্য হয়েছেন। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে তারা বলেন- প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার হোক, সেটাই আমরা চাই।
এ প্রসঙ্গে শিবিরের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার শীর্ষ নিউজ ডটকমকে বলেন, এ এক্স শিবির বা সেভ শিবিরের সাথে শিবিরের কারো সম্পৃক্ততা নেই। আসলে দেশি-বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব ব্যানার ব্যবহার করে আমাদের ক্ষতি করতে চাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত শিবিরের ৩৩তম কেন্দ্রীয় সদস্য সম্মেলনের পর থেকে সেভ শিবিরের ব্যানারে ই-বার্তার মাধ্যমে বিভিন্ন বিবৃতি পাঠানো শুরু হয়েছিল। শিবিরের বর্তমান নেতৃত্বকে চ্যালেঞ্জ করে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছিল তারা। সেই সাথে শিবিরের উপর জামায়াতের অযাচিত হস্তক্ষেপের অভিযোগও তুলেছিল। এরই ধারাবাহিকতায় শিবিরের সেক্রেটারিসহ কার্যকরী পরিষদের একাংশের নেতৃবৃন্দ পদত্যাগ করেন।