অনাস্থাপত্রে সাড়া পেয়ে সেক্রেটারিসহ শিবিরের কেন্দ্রীয় কমিটির ২৪ জনের পদত্যাগ

শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে ৭ শ’ শিবির সদস্য অনাস্থা প্রকাশ করার পরও জামাত হাই কমান্ড কোনো ব্যবস্থা না নেয়ায় সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ শিবিরের কেন্দ্রীয় কমিটির ২৪ সদস্য সোমবার পদত্যাগ করেছেন। পদত্যাগী নেতাকর্মীরা জানান, গত ২৬ জানুয়ারি সভাপতির বিরুদ্ধে ৪০ পৃষ্ঠার একটি অনাস্থাপত্র সংগঠনের কার্যকরী পরিষদের পুরানা পল্টন কার্যালয়ে পাঠানো হয়।
গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী হত্যার পর থেকেই শিবির সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দীর্ঘদিনের অভিযোগ আরো জোরালোভাবে তুলে ধরেন তার বিরোধীরা। এরই জের ধরে শিবিরের ৪ হাজার ১৩৪ জন সদস্যের এক দশমাংশের বেশি অর্থাৎ ৬৭৬ জন সদস্য গত ২৬ জানুয়ারি তার বিরুদ্ধে একটি লিখিত অনাস্থাপত্রটি পেশ করেন।
এতে বলা হয়েছে, রেজাউল করিম ইসলামী ছাত্র শিবিরের সংবিধানের ১৬ নং ধারায় বর্ণিত সর্বোৎকৃষ্ট সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় সংগঠনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে জামাত হাই কমান্ড কোনো পদক্ষেপ না নেয়ায় গত সোমবার রাতে একযোগে পদত্যাগ করেন সেক্রেটারি জেনারেল ডা. আবদুল্লাহ আল মামুনসহ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২৪ সদস্য।
ছাত্র শিবিরে পদত্যাগের ঘটনা এই প্রথম। জানা গেছে, জামাত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ শিবির সভাপিতর পক্ষ নেয়ায় শিবিরের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটছে না।
সভাপতির বিরুদ্ধে পাঠানো অনাস্থাপত্রে স্বাক্ষরকারী ৬৭৬ জনের মধ্যে ২৬৯ জনই ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিবির সদস্য। এর বাইরে বুয়েটের ৭ জন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭ জন আর বাকিরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন কমিটির প্রতিনিধি।